মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ বললেন রেদওয়ান রনি!

বিনোদন ডেস্ক: বাতাসে গুঞ্জন, ডুবে ডুবে জল খাচ্ছেন অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি। এবার নেটিজেনরাও এরকম সন্দেহ পোষণ করছেন। তাদের ধারণা সামাজিক মাধ্যমে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস।
গত ২০ অক্টোবর ছিল রনির জন্মদিন। দিনটি উদযাপনের জন্য এক হয়েছিলেন তার সহকর্মীরা। এরমধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন রনি।
ক্যাপশনে লিখেছেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’
এরপর লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’
আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’
এদিকে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’
‘প্রিয়তমা’ শব্দ এবং সাদিয়ার এমন মন্তব্য যেন নেটগরিকদের সাহায্য করেছেন তাদের নিয়ে কথা বলতে। তাদের ধারণা সাদিয়া আয়মানকে প্রিয়তমা সম্বোধন করেছেন রনি। কেউ কেউ মন্তব্যের ঘরে সাদিয়া আয়মানকে মেনশন করেছেন। এ বিষয়ে কথা বলতে রনি ও সাদিয়া আয়মানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা রিসিভ করেননি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM