বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

বাথরুমে প্রসবের পর নবজাতকের মরদেহ স্যুটকেসে লুকিয়ে রাখেন মা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে নিজের নবজাতক সন্তানকে খুন করার দায়ে অভিযুক্ত হয়েছেন এক মালয়েশীয় তরুণী। তিনি দেশটির কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অভিযোগ রয়েছে, তিনি নবজাতককে একটি ব্রেকফাস্ট সিরিয়াল বক্সে ভরে সেটিতে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে নেন। পরে সেই নবজাতকের লাশটি তিনি একটি স্যুটকেসে ভরে রাখেন।

শুক্রবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেই তরুণীর নাম থিও জ শিন (২২)। আদালতে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ব্রিটেনের দ্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বিষয়টি জানিয়েছে।

অভিযোগকারীরা বলেছেন, শিশুটি জন্মের পর দীর্ঘ সময় জীবিত ছিল এবং থিও জানতেন যে, শিশুটিকে বাক্সের মধ্যে রাখার পর সে মারা যাবে। তারপরও সে এই কাজ করেছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM