শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর সুযোগ নেই: সমন্বয়ক মাসুদ

নিউজ ডেস্ক: চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।

শুক্রবার (২৫ অক্টোবর) তার ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন- “দ্রুত নির্বাচন দিন, জনগন আর অপেক্ষা করবে না’ আমার প্রশ্ন- এই জনগনটা কারা? চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর কোন সুযোগ নেই।”

masud

এর আগে ২১ অক্টোবর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে দ্রুতই রাজপথে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ

আব্দুল হান্নান মাসুদ সেদিন আরও বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। রাষ্ট্রপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, দ্রুত তাকে পদত্যাগ করতে হবে। দ্রুতই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোনোভাবেই আর রাষ্ট্রপতিকে পদে দেখতে চাই না।’

এমএফ

 

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM