মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে ‘গ্লোবাল সুপার লিগ’ নামে নতুন টুর্নামেন্টটি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে, অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সও।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তবে গ্লোবাল সুপার লিগ দেশের বাইরে হওয়ায় সাকিবের খেলতে বাধা থাকছে না।

আসর শুরুর পরদিনই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস।

রংপুর ও হ্যাম্পশায়ার ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান্স ক্রিকেট দল।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM