বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

খুলনা পাসপোর্ট অফিসের পরিচালকসহ ৪ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদসহ চারজনকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক খুলনা কার্যালয়ে তলব করে চিঠি দেওয়া হয়।

পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল ইসলাম সইকরা চিঠিতে ৩০ অক্টোবর বেলা ১১টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মুন্সি শহিদুল আলম, অফিস সহকারী আফসানা আনসারী ও পরিচালকের গাড়িচালক শামীম আহমেদকে তলব করা হয়।

এছাড়া ৫ নভেম্বর বেলা ১১টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদকে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে বক্তব্য প্রদানের জন্য উপস্থিত হতে বলা হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM