মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ভিনিসিয়াসের বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার দায়ে স্পেনে ৪ জন গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সাথে বর্ণবাদী আচরণ করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ।

গত ২৯ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের আগে অ্যাটলেটিকোর কয়েকজন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোশ পরে স্টেডিয়ামে যাওয়ার কথা লিখেছিলেন। ভিনিসিয়াসকে বর্ণবাদী গালি দিলে যেন শনাক্ত না হন।

লা লিগার অভিযোগের পর স্পেনের পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা স্টেডিয়ামে গিয়ে ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করতে দর্শকদের প্ররোচিত করেছিল।

এর আগে, ভিনিকে বর্ণবাদী গালি দেয়ায় গত জুনে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। সেপ্টেম্বরে মায়োর্কার আরেক সমর্থককে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM