সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

হলে ভর্তি পরীক্ষা দিচ্ছে মেয়ে, বাইরে অপেক্ষারত মায়ের হৃদরোগে মৃত্যু

নিজস্ব প্রতিবদেক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালে মেয়ে পরীক্ষার কেন্দ্রে থাকা অবস্থায় বাইরে অপেক্ষারত এক অভিভাবকের মৃত্যু হয়েছে। তার নাম শামীম আরা বেগম।
শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই অভিভাবক মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হল মাঠের পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশপাশের মানুষ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শামীম আরা বেগমের মেয়ে আরোয়া তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা মিরপুর-১৩ নম্বরে থাকতেন। তবে তাদের স্থায়ী ঠিকানা জানা যায়নি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM