বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

সড়কে বাস উল্টে নিহত ১, আহত ১৫

জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার বিমলফুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার উপপরিদর্শক রেজাউল করিম।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, ঢাকা থেকে ফুলবাড়ী হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে ভিমলপুর নামক স্থানে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে এক কিশোর নিহত এবং ১৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে আহত ও মরদেহ উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM