শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

কে হলেন নতুন এসবি প্রধান, পিবিআই ও শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে যারা

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত আইজিপি পদমর্যাদার নতুন তিন কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আরো তিনজন অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

এসবি প্রধান হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এবং শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে।

বাকি তিনজন হলেন- অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন, আবু নাছের মোহাম্মদ খালেদ ও মোসলেহ উদ্দিন আহমদ। তাদের চলতি দায়িত্ব হিসেবে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM