শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা: ২৬ শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন দুপুরে তাদের আদালতে হাজির কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরামুল হক।
অন্যদিকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন, জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহাম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউর রহমান মিল্লা (১৮), মেহেদী হাসান (১৮), সোহান (২১), ইমরান হোসেন আরমান (১৮), মেহেদী হাসান অন্তর (১৯), সাগর (১৮), রোহান (১৮), শাহরিয়ার হোসেন (১৮), আহাদ মোল্লা (২২), সোহান (১৮), মাসনুন (১৮), নাঈম (১৮), ইমাম হাসান (১৮), শাকিল (১৮), সেলিম (১৮), সাকলাইন মুস্তাক (১৮), হানজালাল (২২), মশিউর রহমান (১৮), প্রান্তিক (১৮), তাছিম রহমান (১৮), রবিন মিয়া (১৮)
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এইচএসসি পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের জিনিসপত্র ভাঙচুর, সরকারি কাজে বাধা দেন তারা। ঘটনাস্থল থেকে ৫৪ শিক্ষার্থীকে আটক করা হয়।
এ ঘটনায় শাহবাগ থানার এসআই রায়হান উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। মামলার এজহারে ২৬ জনকে আসামি করে আদালতে পাঠানো হয়। বাকি ২৮ জনকে তাদের অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয় বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM