বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

পবিপ্রবিতে চাকরি পেলেন শহিদ তন্ময়ের বোন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হৃদয় তারুয়া তন্ময়ের বোন মিতু তারুয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম মিতু তারুয়ার হাতে লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদের নিয়োগপত্র তুলে দেন।
তিনি বলেন, মিতু তারুয়াকে লাইব্রেরি অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. এস এম হেমায়েত জাহান, ডিন মো. জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, অধ্যাপক সাইফুল ইসলাম।
উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, কোটা সংস্কার নিয়ে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন হৃদয় তারুয়া। সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেইটে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলায় তাই তার পরিবারকে দেখবাল করার জন্য হৃদয় তারুয়ার বোনকে আমরা বিশ্ববিদ্যালয় চাকরি দিতে পেরে মনে শান্তি পাচ্ছি।
এ সময় হৃদয় তারুয়ার বাবা রতন তারুয়া ও তার মা অর্চোনা তারুয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, আমরা কোনদিন এই স্যারদের ঋণ পরিশোধ করতে পারব না। আজ আমার মেয়ে চাকরি পেয়েছেন কিন্তু আমরা মনে করব আমার ছেলেই হৃদয় তারুয়া চাকরি করছেন। হৃদয় তারুয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার মুনসেফ পাড়ায়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM