শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ জামাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শেখ জামালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আজ বৃহস্পতিবার ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, শেখ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি।
শেখ জামাল দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। এ ছাড়া তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলেল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল করা হয়। সে মিছিলেও অংশ নেন শেখ জামাল।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM