শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

১৯২৭ সালের আইন দিয়ে বন রক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক: ১৯২৭ সালের বন আইনকে পর্যালোচনা করতে হবে। কারণ বর্তমানে এই আইন দিয়ে বন রক্ষা করা সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁও বন ভবনে আন্তর্জাতিক ডলফিন দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বন উপদেষ্টা বলেন, নদীতে ১ হাজার ৯০০ কিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে ৬৩৬টি গ্রুপে সর্বোচ্চ একহাজার ৪৭৫টি মিঠাপানির ডলফিন শনাক্ত করা হয়েছে। তবে কি কারণে শুশুক হারিয়ে যাচ্ছে সেটি খুঁজে বের করতে হবে। এ সময় বন্যপ্রাণী নিরাপত্তা আইনে সরকারের দায়িত্বের তালিকা প্রকাশের কাজ চলছে বলেও জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, বন বিভাগের প্রাথমিক দায়িত্ব হচ্ছে সবুজের আচ্ছাদন। বনের ধরণ অনুযায়ী সেখানে গাছ লাগাতে হবে। শালবনে শালগাছ রোপণ করতে হবে। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ লাগানো যাবে না। প্রকল্পের জায়গায় গাছ কাটতে বন বিভাগের অনুমতি নেয়া লাগবে বলেও জানান তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM