রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

বঙ্গভবনের নিরাপত্তা আরো জোরদার করছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বঙ্গভবনের মূল ফটকের সামনে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করছে সেনাবাহিনী। চার স্তরের নিরাপত্তাব্যবস্থা বসিয়েছে তারা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ চিত্র দেখা যায়।

সরজমিনে দেখা যায়, কাঁটাতারের ব্যারিকেডের সামনে কনক্রিট দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে সেনাবাহিনী।

এই কনক্রিটের প্রতিবন্ধকের সামনে আবার কাঁটাতারের ব্যারিকেড দিতে সেনাবাহিনীর সদস্যদের দেখা গিয়েছে।

এদিকে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র‌্যাব, এপিবিএন ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM