শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

সচিবালয়ে বিক্ষোভ: ২৬ এইচএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: অটোপাসের দাবিতে সচিবালয়ে অনুপ্রবেশ করে বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে ২৬ এইচএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদের আদালতে তোলা হবে জানা গেছে।
এদিকে, আটক অপর ২৮ শিক্ষার্থীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
গতকাল বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। একপর্যায়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। তাদের মধ্যে কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে আটকা পড়েন। পরে তাদেরকে আটক করে পুলিশের প্রিজনভ্যানে তোলা হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM