বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

বাসে সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে চলমান সংঘাতে জীবন বাঁচাতে পালিয়ে আসা এক গর্ভবতী রোহিঙ্গা নারীকে বাসের মধ্যেই সফলভাবে সন্তান প্রসব করিয়েছেন উখিয়ার বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালের মিডওয়াইফরা। বাসে সন্তান প্রসবকারী ওই মহিলার নাম তমশিদা (৩০)।

গত সোমবার (২১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
রোগীর স্বামী রশিদ আহমদ জানান, সম্প্রতি মিয়ানমারে যুদ্ধ চলাকালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশকালে গত রবিবার (২০ অক্টোবর) বিজিবির হাতে আটক হন তার স্ত্রী তমশিদা।

বিজিবি হেফাজতে থাকাকালীন গতকাল সোমবার রোগীর প্রসব বেদনা বেড়ে গেলে ১৩ নম্বর ক্যাম্পে (আগে থেকে আশ্রিত) রোগীর বোন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিজিবির কাছে উপস্থাপন করলে বিজিবি মানবিক বিবেচনায় চিকিৎসার জন্য রোগীকে ছেড়ে দিয়ে গাড়িতে তুলে দেয়।

এদিকে রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে তার বোন বাসে করে রোগীকে বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের দিকে নিয়ে আসেন। হাসপাতালের কাছাকাছি আসার আগেই রোগীর শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে গেলে তাকে হাসপাতালে প্রবেশ করিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থায় ছিল না। এদিকে গাড়িতে চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তা প্রহরী তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরত মিডওয়াইফদের জানান।

পরে মিডওয়াইফ যাদবী, মৌসুমী, চন্দনা ও শোভার সহযোগিতায় রাত ৮টা ৫০ মিনিটে বাসের মধ্যেই ওই মহিলার স্বাভাবিক সন্তান প্রসব করানো হয় এবং পরবর্তীতে অবশিষ্ট স্বাস্থ্যসেবা হাসপাতালে দেওয়া হয়।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM