মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ভারতকে হারিয়ে ফেসবুকে পোস্ট দিয়েও কেনো মুছে ফেললেন সাবিনা?

স্পোর্টস ডেস্ক: নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন জয়ের পর ফেসবুকে একটি পোস্ট দেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। পরে আবার তা মুছে ফেলেছেন তিনি। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন সাবিনা।

মুছে ফেলা সেই পোস্টটিতে সাবিনা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’

এই পোস্টটি যখন দেওয়া হয়েছে সাবিনা তখনো দলের সঙ্গে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। পোস্টটি দেওয়া হয়েছিল তার অ্যাডমিনের পক্ষ থেকে। যা নজরে আসার পর মুছে দেওয়ার ব্যবস্থা করেন সাবিনা। সেই সঙ্গে নতুন করে পোস্ট দেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার পেজ থেকে পূর্বে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি একজন অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। আমি খেলা শেষ করে টিম হোটেলে আসার পূর্বেই স্ট্যাটাসটি প্রকাশ করা হয়। যা আমার দৃষ্টিতে আসা মাত্রই ডিলিট করেছি।’

তিনি আরও বলেন, ‘আপাতত আমরা একটা প্রতিযোগিতায় আছি এবং সেটিতেই মনোযোগ দিতে চাই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সব নেগেটিভ নিউজ বা মতামত টুর্নামেন্ট শেষে শেয়ার করুন। এই মুহূর্তে আমাদের সবার জন্য দোয়া এবং সমর্থন করুন। এই দল সিনিয়র জুনিয়র সবকিছুর ঊর্ধ্বে। আমরা সবাই এখন বাংলাদেশ। সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। শুভরাত্রি।’ পরবর্তীতে অবশ্য এই পোস্টটিও মুছে দেন সাবিনা।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM