বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

মোদি-শি বৈঠকে বসছেন আজ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে আজ বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত পাঁচ বছরের মধ্যে এটিই হবে তাদের প্রথম বৈঠক।

মঙ্গলবার সন্ধ্যায় কাজানে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। খবর ইন্ডিয়া টুডের।

বিক্রম মিশ্রী জানান, নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে। বুধবার এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের সময় ও স্থানের বিষয়টি নির্ধারণ করা হচ্ছে।

বৈঠকে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হবে তা জানা যায়নি। তবে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতি বছর কোনো না কোনো সদস্য দেশ ব্রিকস সম্মেলনের আয়োজন করে থাকে। গত বছরের আগস্টে ব্রিকস সম্মেলন হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। এ বছর ১৬তম ব্রিকস সামিটের আয়োজক দেশ রাশিয়া। ২২ থেকে ২৩ অক্টোবর কাজানে হচ্ছে এই সম্মেলন। গত বছর ভার্চুয়ালি ব্রিকসে অংশ নিয়েছিলেন পুতিন।

এবারের সম্মেলন একটি ঘোষণা দেয়া হবে। যা ‘কাজান ঘোষণা’ নামে পরিচিত পাবে। এতে নতুন পাঁচটি রাষ্ট্রকে ব্রিকসের সদস্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM