বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। যদি ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে এর পুরো দায় নিতে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহেরনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে তেল আবিব হামলা চালাতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পর ইরান এ হুঁশিয়ারি দেয়েছে। খবর এনডিটিভি

গতকাল সোমবার (২১ অক্টোবর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেয়া এক চিঠিতে এ হুঁশিয়ারি দেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। একই সঙ্গে বাইডেনের মন্তব্যকে ‘গভীরভাবে উদ্বেগজনক ও উসকানিমূলক’ বলে উল্লেখ করেন।

চিঠিতে ইরানের রাষ্ট্রদূত বলেন, বাইডেনের উত্তেজনা সৃষ্টিকারী এই বক্তব্য গভীর উদ্বেগের। কারণ এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চালাতে যাওয়া অবৈধ সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের কৌশলগত অনুমোদন এবং খোলাখুলি সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

আমির সাইদ ইরাভানি আরও বলেন, তাই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে ইরানে ইসরায়েলের যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ডে উসকানি দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পুরো দায় নিতে হবে।

গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পর গত শুক্রবার বাইডেনের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ইরানের হামলার জবাব ইসরায়েল কখন ও কীভাবে দেবে, সে সম্পর্কে তার ধারণা আছে কি না? জবাবে বাইডেন বলেছিলেন, ‘হ্যাঁ’।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM