বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

মনে হচ্ছে এই সরকারের সঙ্গে কেউ খেলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোথাও থেকে কেউ খেলছে এই সরকারের সঙ্গে।
তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার হলেও পরবর্তীতে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোথাও থেকে পুতুল নাচের মত সুতো টানা হচ্ছে। প্রশিক্ষণরত আড়াইশো পুলিশ সদস্যকে (এসআই) বাদ দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের জনগণের ওপর নির্যাতন করতেই আওয়ামী লীগ পুলিশে নিয়োগ দিয়েছিল। এ কারণেই তারা বাদ পড়েছেন।
এ সময় রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিগত সরকারের আমলে রাজনৈতিক সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM