নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে শিগগিরই প্রজ্ঞাপন জারির দাবিতে অনশনে বসেছেন আন্দোলনকারীদের কয়েকজন। গতকাল সোমবার থেকে শাহবাগে জাদুঘরের সামনে তারা অনশন কর্মসূচি শুরু করেন।
রাতভর সড়কে অবস্থান করে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন চাকরি প্রত্যাশীরা। অনশনের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কেউই যোগাযোগ করতে আসেনি বলেও অভিযোগ করেন তারা।
সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত ৩৫ চাকরি প্রত্যাশীরা অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এর মধ্যদিয়ে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন।
আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক এম এ আলী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে সরকারের প্রতি বারবার বলা হচ্ছে দ্রুত প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্ত জানানোর জন্য। তবে সরকারের কাছ থেকে বলা হচ্ছে যে- প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারবে না।’
তিনি বলেন, ‘যতক্ষণ প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। এত দিন আমরা শুধু শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। গতকাল থেকে আমাদের অনশন শুরু হয়েছে।’ অনশন করা অবস্থায় চার থেকে পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে আবেদন বয়সসীমা ৩৫ করে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন দেওয়ার দাবিতে সোমবার সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে সন্ধ্যা ৭টায় কাফনের কাপড় পরে ২৫ জন অনশনে বসেন এবং রাতেও তারা শাহবাগে অবস্থান করেন।