সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

৭ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা, ঘূর্ণিঝড় ‘ডানা’ আঘাত হানবে যেদিন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডানায়’ রূপ নিতে পারে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ‘ডানা’। একই সঙ্গে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কতামূলক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’ ২৪ অক্টোবর রাতের দিকে উপকূলে আঘাত হানতে পারে। এটি ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

‘ডানা’ বাংলাদেশে সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলে এবং ভারতের পশ্চিমবঙ্গের মেদেনিপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আঘাত হানতে পারে। জোয়ারের সময় এই অঞ্চলে ৭ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, যা বিপজ্জনক। ‘ডানা’ সুন্দরবন এলাকার ওপর দিয়ে স্থলভাগে উঠে আসার সম্ভাবনা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ জানান, লঘুচাপটি গত ২৪ ঘণ্টায় শক্তি অর্জন করেছে এবং সোমবার বিকেল ৪টার সময় এর কেন্দ্র ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের উপরে ছিল। ওই সময় কেন্দ্রের চারপাশে বায়ুর গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৩ অক্টোবর রাত ১২টার পর থেকে ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে ডানা স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা রয়েছে। জোয়ারের সময় যদি ডানা স্থলভাগে ওঠে, তাহলে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ভাটার সময় এই উচ্চতা ৩ থেকে ৫ ফুট হবে। বরগুনা, পটুয়াখালী ও ভোলায় জোয়ারের সময় ৫ থেকে ৬ ফুট এবং ভাটায় ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। নোয়াখালী ও চট্টগ্রামে জোয়ারের সময় ৩ থেকে ৫ ফুট এবং ভাটায় ২ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। কক্সবাজারে জোয়ারের সময় ২ থেকে ৪ ফুট এবং ভাটায় ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM