আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হয়। হিজবুল্লাহর এই হামলা নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। বললেন, এই হামলা শুধু তাদের দুজনের ওপর নয়; বরং সব ইসরায়েলির ওপর হামলা।
সোমবার (২১ অক্টোবর) সারাহ নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও আমাকে হত্যার যে চেষ্টা করা হয়েছে, তা শুধু আমাদের দুজনের ওপর হামলা নয়। এটা আমাদের সবার ওপর হামলা, ইসরায়েলের নাগরিকদের ওপর হামলা, আমাদের মূল্যবোধের ওপর হামলা।
গত শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাড়িতে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হানে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হননি বলেও দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী।
এর আগে বাসভবনে হামলার দিনই কথা বলেন নেতানিয়াহু। তার দাবি করেন, তাকে ও তার স্ত্রীকে মারতেই এই হামলা হয়েছে। তিনি বলেন, ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।
এক বছরের বেশি সময় ধরে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে গত মাসে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।
সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ বিমান হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে স্থল অভিযান।
এমএফ