শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

ভারতে আইটেক প্রশিক্ষণে যোগ দিয়েছেন ১০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচির (আইটেক) অধীনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১০ কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে ভারতে গেছেন।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ২১ থেকে ২৫ অক্টোবর নয়াদিল্লিতে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই) থেকে আইটেকের অধীনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে এ ১০ কর্মকর্তা অংশ নেবেন।

ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স: ফ্রম ব্লুপ্রিন্ট টু বর্ডার শীর্ষক প্রোগ্রামটি স্মার্ট, সবুজ এবং স্থিতিস্থাপক স্থলবন্দরগুলোর মাস্টার পরিকল্পনার ওপর ফোকাস করবে।
সোমবার দিল্লিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বর্ডার ম্যানেজমেন্ট সেক্রেটারি ড. রাজেন্দ্র কুমার, এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত থেকে ২৭ জন অংশ নিয়েছেন। এর মধ্যে ১০ জন বাংলাদেশের। ভারতে যাওয়ার আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধে প্রশিক্ষণ দলের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে আইটেক কর্মসূচি প্রচলিত হয়। এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা এবং যথাযথ প্রযুক্তিগত সুবিধা প্রদান করা হয়। প্রতিবছর হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, এসএমই, গ্রামীণ উন্নয়ন ও সংসদীয় বিষয়াবলীর মতো বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কোর্সের জন্য প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৬০টিরও বেশি দেশের ২ লাখেরও বেশি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে আইটেক। গত ৫ বছরে আইটেক প্রায় ৩ হাজার বাংলাদেশের কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM