বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সংলাপে ডাকা অন্তর্বর্তী সরকারের বিষয়, তবে আনা অভিযোগ ঠিক নয়: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক:  রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না ডাকা সেটা অন্তবর্তী সরকারের ব্যাপার। তবে জাতীয় পার্টির বিরুদ্ধে যেসব অভিযোগ এনে ডাকা হয়নি সেটা ঠিক হয়নি— এ কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, গণহারে মামলা দেয়া আর মব জাস্টিসের নামে বিচারবহির্ভুত হত্যায় অন্তবর্তী সরকার জড়িত নয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বর্তমান সরকারকে সময় দেয়ার কথা জানান তিনি। দুই থেকে তিন মাস খুব বেশি সময় নয় বলেও এ সময় উল্লেখ করেন জাপা চেয়ারম্যান।
তিনি অভিযোগ করেন, ৯০ এর পরে যারা ক্ষমতায় এসেছে, তারাই জাতীয় পার্টিকে ধ্বংসের চেষ্টা করেছে। বিএনপি করেছে হামলা-মামলা করে, আর আওয়ামী লীগ করেছে দলের মধ্যে বিভক্তি তৈরি করে। শুধু আওয়ামী লীগ না, কোনো দলকেই জাতীয় পার্টি নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন জি এম কাদের। তার মতে, কেউ অপরাধ করলে বিচারের আওতায় আনা হোক।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM