বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

বাড়ি নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সাবেক এমপি বাহারের লোকজনের হুমকি ধমকিতে বাড়ি সংস্কার করতে পারছে না এক ভুক্তভোগী পরিবার। পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে গুম খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করে পরিবারটি।

রোববার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশিরীপট্টি এলাকার বাসিন্দা ইমরান হাসান। এ সময় তার মা রঙ্গী বেগম উপস্থিত ছিলেন।

ইমরান জানান, নগরীর তেলিকোনা গুদীর পুকুর পাড় এলাকায় তাদের ৬ শতক জায়গায় ৪টি টিনশেডের ঘর রয়েছে। সেখানে একটি পুকুরও রয়েছে। ঘর ও পুকুর পাড় সংস্কার করতে গেলে সাবেক এমপি বাহারের নেতাকর্মী হিসেবে পরিচিত ওই এলাকার কাশেম মিয়া, সেলিম মিয়া, জামরুল হুদা, জুয়েল হুদা, মাজেদ মিয়া মিলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ইমরান আরও জানান, এ নিয়ে সাবেক এমপি বাহারের মেয়ে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহারের কাছে বিচার চেয়েও বিচার পাননি। পরে থানায় অভিযোগ করেন ইমরান। তবে এখনও পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী ইমরান সাবেক এমপি বাহারসহ তার বাহিনীর কঠিন বিচার দাবি করেন।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM