মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

শাকিবের ‘তুফান’ মুক্তি পাচ্ছে উর্দু ভাষায়

বিনোদন ডেস্ক: দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা দর্শকপ্রিয়তার তু্ঙ্গে রয়েছে। সিনেমাটি এবার উর্দু ভাষায় মুক্তি দেয়া হবে। পাকিস্তানের প্রেক্ষাগৃহে উর্দু ভাষায় মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি।
এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তি পায় ‘তুফান’। সেই ধারাবাহিকতায় ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘তুফান’।
রায়হান রাফি বলেন, আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরো আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পায় এটি।
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে ‘তুফান’।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM