রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

জাতীয় দিবস থেকে ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদ সমাবেশে হামলা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী, সদস্য সৌমিত্র দেব, মাহবুবসহ অন্তত ৬–৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ শুরু করেন ২৫–৩০ জন। এ সময় পাশ থেকে ২৫–৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাঁদের পিটিয়ে তাড়িয়ে দেয়। এতে ৬–৭ জন আহত হয়।

ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলে পরিচয় দেওয়া কুতুব হিলালী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, অনুমতি নিয়েই আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশটি করার জন্য বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে যাই। বেলা সাড়ে ১২টার দিকে ব্যানার নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই ২৫–৩০ জন লোক এসে অতর্কিত হামলা চালায়। এতে আমাকে ও আমাদের ৬–৭ জনকে তারা পিটিয়ে আহত করে। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি।

কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীদের ২–৩ জনের মুখ চিনি তবে নাম জানি না। কর্মসূচি ঘোষণার পর থেকেই তা প্রতিহতের জন্য একটি মহল বলে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি–জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা সমর্থন করে তারা এই হামলা করেছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM