বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

বাড়িতে ড্রোন হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে চরম আতঙ্কে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে শনিবার নেতানিয়াহুর অবকাশ কাটানোর বাড়িতে ড্রোন হামলায় তার ভয় আরো বেড়ে গেছে।
নেতানিয়াহুর মুখপাত্র বলেছেন, অজ্ঞাত ড্রোনটি প্রধানমন্ত্রীর বাড়ির ওপর আছড়ে পড়ে, তবে সেখানে তিনি তখন ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। খবর: রয়টার্সের।
ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দাবি, লেবানন থেকে ওই ড্রোনটি উড়ে এসে একটি ভবনে আঘাত করেছিল। ভবনটি কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী আরো দুটি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং পুলিশ জানিয়েছে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে উপকূলীয় শহর সিজারিয়াতে যেখানে নেতানিয়াহুর ছুটি কাটানোর বাড়ি রয়েছে।
ড্রোন হামলাটি লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ করতে পারে বলে ইসরায়েলের ধারনা।এদিকে, নেতানিয়াহু শুক্র বক্তব্যে বলেছেন আগামীকালই (শনিবার) তিনি যুদ্ধ থামিয়ে দিতে পারেন, কিন্তু কয়েকটি শর্তও দিয়েছেন, সঙ্গে দিয়ে রেখেছেন প্রচ্ছন্ন হুঁশিয়ারিও।
ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই গাজাবাসীর উদ্দেশে নেতানিয়াহু বার্তা দেন, গাজায় যুদ্ধ এখনও শেষ হয়নি। শেষের শুরু হয়েছে।
নেতানিয়াহু আরও জানান, গাজায় হামাসের হাতে জিম্মি রয়েছেন আরো ১০১ জন। সেই বন্দিদের মধ্যে ২৩টি দেশের নাগরিক রয়েছেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM