রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

নিবন্ধনের আওতায় আসছে গৃহস্থালি বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের কাজে নিয়োজিত সব প্রতিষ্ঠানকে (ভ্যান সার্ভিস) নিবন্ধনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে একটি অফিস বিজ্ঞপ্তি জারি করেছেন ডিএনসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূইয়া।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএনসিসির আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যান সার্ভিস) নিবন্ধন পদ্ধতি এবং আবেদনপত্রের মূলকপি ১৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তর থেকে ‘প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’ এর অনুকূলে ৫ হাজার টাকার পে-অর্ডারের (অফেরতযোগ্য) বিনিময়ে সংগ্রহ করা যাবে।

মফিজুর রহমান ভূইয়া জানান, সংগ্রহকৃত আবেদনপত্র আগামী ১৭ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তরে গ্রহণ করা হবে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM