বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

গুপ্তহত্যার ছক: সাবেক ‘র’ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নাগরিক খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে গুপ্তহত্যার ছক কষেছিলেন ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব ৷ এই অভিযোগে ওই কর্মকর্তার নামে অর্থের বিনিময়ে হত্যা, আর্থিক তছরুপসহ একাধিক মামলা দায়ের ও চার্জশিট দিয়েছে মার্কিন প্রশাসন ৷

নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি কার্যালয় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরা ও সিবিসির।

সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড লিস্টে’ নাম রয়েছে বিকাশ যাদবের৷ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর সাবেক কর্মকর্তা ৩৯ বছর বয়সী বিকাশ যাদব।

বাইডেন প্রশাসনের দাবি, গত বছরের ২২ জুন মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার সেই সফরকালে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা যুক্তরাষ্ট্রপ্রবাসী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষা হয়েছিল ৷ সেই পরিকল্পনায় র-এর সাবেক গোয়েন্দা কর্মকর্তার যোগ রয়েছে বলে অভিযোগ এফবিআইয়ের৷

মার্কিন গোয়েন্দা সংস্থা পক্ষের আইনজীবীর দাবি, র-এ বিকাশ যাদবকে নিযুক্ত করেছিল ভারতের কেন্দ্রীয় সচিবালয় ৷ পান্নুনকে হত্যার জন্য নিখিল গুপ্তা নামে এক ব্যক্তিকে নিয়োগ করেন বিকাশ। আর এই কাজের জন্য ১ লাখ মার্কিন ডলার দাবি করেন নিখিল ৷ ২০২৩ সালের ৯ জুন এই কাজের জন্য অগ্রিম ১৫ হাজার ডলারও নেন নিখিল৷

তার কিছুদিন পর, ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার এই সফরের জন্য পান্নুনকে হত্যার ছক কয়েকদিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন বিকাশ যাদব ও নিখিল গুপ্ত ৷

তবে এই মুহূর্তে র-এর সঙ্গে বিকাশের কোনো যোগাযোগ নেই বলে দাবি এফবিআই-এর।

মার্কিন বিচার বিভাগ থেকে জানানো হয়েছে, বিকাশের আরেক সঙ্গী নিখিল গুপ্তাকে গত বছর চেকোশ্লোভাকিয়া থেকে গ্রেপ্তার করা হয় ৷ তবে এই পান্নুন হত্যা পরিকল্পনার নেপথ্যের মাস্টারমাইন্ড ছিলেন বিকাশ যাদব ৷

এ বিষয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড বলেন, দেশের নাগরিকের সুরক্ষা বজায় রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে ৷ তাদের অধিকার ক্ষুণ্ন করার প্রচেষ্টা সহ্য করবে না মার্কিন বিচার বিভাগ ৷

এদিকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় এজেন্টের জড়িত থাকার তদন্তকারী একটি ভারতীয় কমিটি গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে। বৈঠকটি ফলপ্রসূ বলে বর্ণনা করা হয়েছে।

উল্লেখ্য, শিখস ফর জাস্টিস গ্রুপের আইনি উপদেষ্টা গুরপতবন্ত সিং পান্নুন। তিনি ভারতের পাঞ্জাবের একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য শিখ প্রচারণার একজন সোচ্চার সদস্য, যা খালিস্তান আন্দোলন নামে পরিচিত।

প্রসঙ্গত, শিখ বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয় ভারত এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে। কারণ, শিখ বিচ্ছিন্নতাবাদীরা খালিস্তান নামে পরিচিত একটি স্বাধীন আবাসভূমি ভারত থেকে আলাদা করার দাবি করে। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে ভারতে শিখ বিদ্রোহে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM