বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বেলা ১টা ৫০ মিনিটে উদ্ধারকারী ট্রেন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ জিআরপি পুলিশের এসআই অমিত হাসান জানান, জামালপুর থেকে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এর আগে, গতকাল ১৭ অক্টোবরও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। এ ঘটনায় টানা ৩ ঘণ্টা পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায়ই ইঞ্জিন বিকল ও লাইনচ্যুতির ঘটনা ঘটার অভিযোগ করেন একাধিক যাত্রী। তারা জানান, প্রায়ই এ ধরনের ঘটনায় রেলের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন। এ অবস্থায় অবিলম্বে এই রুটে ইঞ্জিন বিকলের ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং পুরাতন ইঞ্জিনগুলো বাদ দিয়ে নতুন ইঞ্জিনের ব্যবস্থা করার দাবি জানান যাত্রীরা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM