রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

বামবা নিয়ে আসছে মুক্তি কনসার্ট

বিনোদন ডেস্ক: ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) কনসার্ট ঘিরে দর্শকের তুমুল আগ্রহ থাকে। কয়েক বছর বিরতির পর আবার কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বামবা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় দাঁড়িয়েছিল ব্যান্ডের এ সংগঠন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘মুক্তি কনসার্ট’। ৩১ আগস্ট কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে ‘বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’ নামে সংগঠনটির ফেসবুক ফ্যান পেজে খবরটি প্রকাশ করা হয়। তবে ভেন্যু ও অংশগ্রহণকারী দলের সংখ্যার ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে ফেসবুক ফ্যান পেজে খবরটি প্রকাশিত হওয়ার পর মন্তব্যের ঘরে শ্রোতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে কেউ কেউ কনসার্টটির জন্য শুভকামনা জানিয়েছেন। ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় বামবার সাহসী উদ্যোগের প্রশংসা করে লিখেছেন কেউ কেউ। সারা দেশের আন্দোলনকারী ছাত্রদের জন্য সব বিভাগীয় শহরে এর আয়োজন করার কথাও বলেছেন কেউ কেউ। আবার কেউ লিখেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে কনসার্টটি এখনই না করার অনুরোধও এসেছে।

ফেসবুক পেজে খবরটির নিচে সংগীতপ্রেমীদের এমন সব মিশ্র মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে টিপু বলেন, বিষয়টি নিয়ে আমরাও ভাবছি। মিটিং করে হামিন আহমেদসহ আমরা আনুষ্ঠানিকভাবে কোন ভেন্যুতে হবে, কতগুলো দল অংশ নেবে ইত্যাদি বিস্তারিত জানাব। যদি পেছানোর সিদ্ধান্ত হয়, সেটিও জানাব।

আইএফ

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM