নিজস্ব প্রতিবেদক: সরকার বদলের পর বাজার কমিটি নিয়ে একটি পক্ষের সঙ্গে দ্বন্দ্বে গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি। রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ কাঁচা বাজারের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই জনকে গুলি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিয়া মসজিদ এলাকার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান। আহতরা হলেন আবুল হোসেন ও তার ভাই মাহবুব হোসেন। তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি ইফতেখার হাসান বলেন, আবুল হোসেন শিয়া মসজিদ কাঁচা বাজার কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। সরকার বদলের প্রেক্ষাপটে মার্কেটের কমিটি নিয়ে তার সঙ্গে আরেকটি পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে গুলির ঘটনা ঘটে।
হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।