মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল বিসিবির

নিজস্ব প্রতিবেদক: চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছে তারা।

এই সময়ের পর হাথুরু বরখাস্ত হবেন বলেও জানিয়ে দেওয়া হয়। ৪৮ ঘণ্টা পর তার সঙ্গে চুক্তি বাতিলের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি।

মূলত ২০২৩ বিশ্বকাপের সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হাথুরুকে। ৪৮ ঘণ্টা পর বরখাস্ত হয়ে যাবেন তিনি। তাকে বরখাস্ত করার পেছনে অনুমোদন ছাড়াই ছুটিতে যাওয়াকেও কারণ হিসেবে দেখিয়েছেন ফারুক।

হাথুরুকে বরখাস্ত করতে যাওয়ার কারণ জানিয়ে ফারুক বলেছিলেন, ‘দুই-তিনটা ঘটনা ঘটেছে যেগুলো মেনে নেওয়া একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার কাছে খুব পীড়াদায়ক ছিল। এটা ভালো উদাহরণ ছিল না আরকি। তাই ওইদিক বিবেচনা করে আমরা আজকে একটা শোকজ নোটিশ দিয়েছি। আপনারা জানেন এই প্রক্রিয়াগুলো খুব একটা সহজ নয়। আইনি দিক থাকে এগুলোর। ’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM