রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এসব বেঞ্চে রোববার (২০ অক্টোবর) থেকে চলবে বিচারকাজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক আদেশে প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন করেন।
দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে ২০ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলছে। ওইদিন থেকেই হাইকোর্টের ৫৪টি বেঞ্চে পুরোদমে বিচারকাজ শুরু হবে।
এদিকে চায়ের আমন্ত্রণ জানানো হাইকোর্টের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ১৬ অক্টোবর দুপুরে প্রধান বিচারপতি এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
এর আগে ওইদিন সকালে নানা অনিয়মের অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবেও কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এরমধ্যে সকালে চায়ের আমন্ত্রণ পান ১২ বিচারপতি। পরে তাদের ছুটিতে পাঠানো হয়।
ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে রয়েছেন- নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, মো. আতাউর রহমান খান, খিজির হায়াত, শাহেদ নূর উদ্দিন, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM