বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।
মঙ্গলবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এসব তথ্য জানান।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এজলাসে বসবেন।
আইন উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যথাযথ প্রক্রিয়া অনুসরণে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে। সংস্কারের পর ১ নভেম্বর থেকে মূল ভবনে শুরু হবে বিচারকাজ।
তাজুল ইসলাম জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে আজ প্রয়োজনীয় কয়েকটি আবেদন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM