মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অভিনেত্রী ওভিয়ার ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক: ফাঁস হওয়া ভিডিও নিয়ে বিপাকে পড়েছেন দক্ষিণি সিনেমার অভিনেত্রী ওভিয়া। সম্প্রতি অনলাইনে ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি ওভিয়ার বলে দাবি করা হচ্ছে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি ডিপফেক ভিডিও। ভিডিওতে থাকা নারীটি ওভিয়া নন। তাঁকে হেয় করার উদ্দেশে ভিডিওটি ওভিয়ার নামে ছড়ানো হচ্ছে। এ বিষয়ে এরইমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী।

তামিল ও মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ওভিয়া। তাঁর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের খবরটি এখন ভারতজুড়ে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে ওভিয়ার ম্যানেজার নিউজ ১৮-কে বলেন, ‘এটা ডিপফেক ভিডিও। ওভিয়াকে হেয় করার উদ্দেশে অন্য কারও ভিডিওতে তাঁর চেহারা জুড়ে দেওয়া হয়েছে। যাঁরা করেছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।’

ওভিয়ার ম্যানেজার আরও জানিয়েছেন, এটি যেহেতু স্পর্শকাতর বিষয়, ফলে এখনই অভিযুক্তের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে পারছেন না তাঁরা।
তবে কেরালার ত্রিশুর থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে, সেখানে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ওভিয়ার এক সময়ের বন্ধু তারিকের নাম।

তারিকের সঙ্গে এক সময় ভালো সম্পর্ক ছিল অভিনেত্রীর। তবে তাঁর অসৌজন্যমূলক ব্যবহারের কারণে তারিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওভিয়া। ক্ষিপ্ত হয়ে সে অন্য কারও অন্তরঙ্গ ভিডিওর সঙ্গে ওভিয়ার চেহারা জুড়ে দিয়ে অনলাইনে ছড়িয়ে দেয়।

ওভিয়া নামে পরিচিতি পেলেও তাঁর আসল নাম হেলেন নেলসন। মালয়ালম সিনেমা ‘কাঙ্গারু’ দিয়ে ২০০৭ সালে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। দুই বছর পর ‘কালাভানি’ দিয়ে তামিল সিনেমায় অভিনয় শুরু করেন। এরপর থেকে দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করতে থাকেন। তবে ওভিয়া ব্যাপকভাবে পরিচিতি পান ২০১৭ সালে ‘বিগ বস তামিল’ রিয়েলটি শোয়ের প্রথম সিজনে অংশ নিয়ে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM