বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

শরীয়তপুরে নাতির লাঠির আঘাতে জামায়াত নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ডামুড্যায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো নাতির লাঠির আঘাতে সিরাজুল ইসলাম মাঝি (৫৫) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারি হয়। এসময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড নিয়ে তার চাচাতো দাদা সিরাজুল মাঝির ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে সিরাজুল মাঝি মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM