রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

প্রধান বিচারপতির সঙ্গে ৬ বিচারপতির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতিকে ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে একে একে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন ৬ বিচারপতি।

এই ছয় বিচারপতি হলেন—খোন্দকার দিলিরুজ্জামান, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, শাহেদ নূর উদ্দিন, এসএম মাসুদ হোসেন দোলন ও মো. আমিনুল ইসলাম। তবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে বের হওয়ার পর জানতে চাইলে কোনো বিচারপতিই কিছু বলতে রাজি হননি।

আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট বিচারপতিদের’ পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া হাইকোর্ট বিভাগের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ।

এদিকে, দলবাজ ও বিতর্কিত বিচারপতিদের আজ দুপুর দুইটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM