বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

বিয়ের কথা বলে বাড়িতে এনে পালাল প্রেমিক, প্রেমিকার অনশন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে শুভ সরকারের (২৫) বাড়িতে অবস্থান নিয়েছে তার প্রেমিকা পপি খাতুন (২১)। বিয়ের কথা বলে পপিকে ডেকে এনে শুভ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। শুভ সরকার উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের আবু সাইদের ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সরেজমিন দেখা যায়, পপি খাতুন প্রেমিক শুভ সরকারের ঘরের বারান্দায় অবস্থান কর্মসূচি পালন করছে। এর আগে সোমবার বিকেলে পপি তার প্রেমিক শুভর বাড়িতে আসে। শুভ বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় পপি এ সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ সরকার ও পপি খাতুন ঢাকায় পৃথক দুইটি পোশাক কারখানায় চাকরি করে। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় বিয়ের প্রতিশ্রুতিতে ১৫ দিন আগে ঢাকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে পপি ও শুভ। বাবার বাড়িতে ফিরে শুভকে বিয়ের কথা বলে পপি। বিয়েতে রাজি হয়ে সোমবার বিকেলে পপিকে বাড়িতে এনে শুভ সরকার কৌশলে নিরুদ্দেশ হয়। এ ঘটনায় পপির বাবা আব্দুস সামাদ বাদী হয়ে শুভ সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে পপি খাতুন জানান, দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে শুভ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এরপর থেকেই শুভকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল সে। বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে গেছে শুভ। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অবস্থান কর্মসূচি শুরু করি। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।

এদিকে বাড়ি ছেড়ে পলাতক থাকায় শুভ সরকারের মন্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ওই গার্মেন্টস কর্মীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM