রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক: শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছেন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট। মার্কিন এই গায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তারই স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। ডেইলি মেইল জানিয়েছে, আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন তার ৪৭ বছরের স্বামী। আলেকজান্দ্রা সম্পর্কে বিয়াঙ্কার মা হন।

গত ৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে এ বিষয়ে দায়ের করা এক মামলায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কানইয়ে ও বিয়াঙ্কার মধ্যে টেক্সট মেসেজে কথোপকথন হয়। তাতে দেখা যায় র‍্যাপার তার স্ত্রীকে লিখেছিলেন, ‘তোমার মা চলে যাওয়ার আগে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।’

কানইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর সমালোচনার ঝড় বইছে মার্কিন গানপ্রেমীদের মধ্যে। একপর্যায়ে বিষয়টি নিয়ে সরব হন কানইয়ের শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরি। ১৪ অক্টোবর ডেইলি মেইলকে আলেকজান্দ্রা সেন্সরির বলেন, ‘এই মামলার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই সময়ে বিষয়টি নিয়ে গোপনীয়তার অনুরোধ করছি।’

সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে আলেকজান্দ্রাকে। সেই মুহূর্তের কিছু ছবিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এমন অভিযোগ ছাড়াও কানইয়ের বিরুদ্ধে মাদক সেবন ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন তার সাবেক সহকারী লরেন পিসিওটা।

লরেনের অভিযোগ, স্টুডিওতে কাজের সময় তার পানীয়র মধ্যে অজ্ঞাত মাদক মিশিয়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন র‌্যাপার কানইয়ে। পরে কোম্পানি থেকে বরখাস্ত করা হয় তাকে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM