রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা সাইদুলের মৃত্যু

আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল মৃত্যুবরণ করেছেন।বাদল রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোক করে তিনি মারা যান।
তিনি বলেন, ‘তার পরিবার সূত্রে শুনলাম সাইদুল ইসলাম বাদল ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্টোক করে মারা গেছেন। ’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবর পাওয়ার পরপরই ভারতের উদ্দেশে রওনা হন আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল৷ আশ্রয় নেন সীমান্তবর্তী মাঝাড়দিয়াড় চর এলাকায়। পরে চরের সীমানা পার হয়ে কোনো এক সময় ভারতে চলে যান৷ সেখানেই সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, এ রকম কোনো তথ্য এখনও জানা যায়নি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM