সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ডিএনসিসি ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান আতিক

ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান।
ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। কিন্তু রোববার রাত সাড়ে ৮টায় হঠাৎ তিনি নগর ভবনে যান।
গতকাল রোববার (১৮ আগস্ট) রাতে গুলশানে নগর ভবনে এ ঘটনা ঘটে।
এমন খবর ছড়িয়ে পড়লে ডিএনসিসি ভবন ঘেরাও করেন সাধারণ জনতা। এসময় তারা মেয়রের অপসারণ দাবিতে সেখানে একত্রিত হন। তবে বিক্ষোভকারীরা একত্রিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মেয়র নগর ভবনের পূর্ব পাশের সিঁড়ি দিয়ে নেমে চলে যান।
ডিএনসিসির মেয়র দপ্তর সূত্র জানায়, আতিকুল ইসলাম ঠিক কী কারণে অফিস সময়ের পর নগর ভবনে ঢুকেছেন তা স্পষ্ট নয়। কারণ, ওই সময় নগর ভবনে তার পিএস, সিইওসহ সংস্থাটির কেউ ছিলেন না। এ বিষয়ে জানতে মেয়র আতিকুল ইসলামের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM