সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ঋণ পরিশোধে নতুন নিয়ম করল আইএমএফ

নিউজ ডেস্ক: ঋণ পরিশোধ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সদস্য দেশগুলোতে বিতরণ করা ঋণের সুদহারের ওপর চার্জ কমানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে সংস্থাটি। আইএমএফ থেকে নেওয়া ঋণ বাবদ খরচ ৩৬ শতাংশ বা বার্ষিক প্রায় ১২০ কোটি ডলার কমিয়ে দেবে তারা।

এছাড়া, ২০২৬ সালে সারচার্জ পরিশোধকারী দেশের সংখ্যা ২০ থেকে ১৩ তে নেমে আসবে বলে জানায় সংস্থাটি। ১ নভেম্বর থেকে নতুন এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে আইএমএফ।

প্রায় এক দশক পর আলোচ্য বিষয়গুলোর মাধ্যমে আইএমএফের ঋণ প্রক্রিয়ায় পরিবর্তন এল।

গত শুক্রবার আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বিষয়গুলো নিশ্চিত করে জানান, সদস্য দেশগুলোর নেওয়া ঋণ বাবদ খরচ কমাতে একগুচ্ছ নীতি অনুমোদন করেছে সংস্থাটি। এতে দেশগুলোর বার্ষিক ১২০ কোটি ডলার সাশ্রয় হবে।

সুদহার ছাড়াও আইএমএফের ঋণের বিপরীতে অনেক দেশকে সারচার্জের মতো অতিরিক্ত ফি দিতে হয়। এ নিয়ে অনেকদিন ধরে বিতর্ক চলছে। সাধারণত নির্দিষ্ট পরিমাণ অর্থ বা মেয়াদের বেশি ঋণের ওপর সারচার্জ আরোপ করা হয়।

নতুন নিয়মানুসারে, এতে অতিরিক্ত ফি ও সারচার্জ কমানোর জন্য ঋণের সীমা বাড়ানো হবে। অর্থাৎ আগের চেয়ে কম দেশকে অতিরিক্ত চার্জ দিতে হবে। এখন থেকে দেশগুলো শুধু সুদ পরিশোধের মাধ্যমে ঋণের ব্যয় মেটাবে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM