বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

শেরপুর সদর হাসপাতালে ইনজেকশন দেয়ার পর অসুস্থ ৩০ রোগী

জেলা প্রতিনিধি, শেরপুর: শেরপুরে সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ইনজেকশন দেয়ার পর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন রোগী। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে শেরপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, কমপক্ষে ১২ জন রোগীকে শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দেয়া হচ্ছিল। অন্যান্য রোগীরাও খিচুনি, পেট ব্যাথা, মাথাব্যথা এবং বমি করছিল।

হাসপাতালে কর্তব্যরত কয়েকজন নার্স জানান, এন্টিবায়োটি গ্রুপের সেফটিয়াক্সজম ও প্যান্টিট নামে দুটি ইনজেকশন দেওয়ার পর থেকেই রোগীরা অস্থিরতা পেট ব্যথা, খিচুনি ও শ্বাসকষ্টে ভুগতে থাকে। পরে কর্তব্যরত ডাক্তাররা এসে রোগীদেরকে চিকিৎসা দিতে শুরু করে। এ সময় কমপক্ষে তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তবে কর্তব্যরত নার্স ইনজেকশন দেয়ার পরপরই অবস্থা বেগতির দেখে সটকে পারেন বলে অভিযোগ রোগীর স্বজনদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ূন আহমেদ নূর জানান, ঘটনার পর অসুস্থ রোগীদের অক্সিজেনসহ চিকিৎসা দেয়া হয়েছে। কেন এমন ঘটনা ঘটলো এখনও জানা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM