মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও তৃপ্তির লড়াই!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও তৃপ্তি দিমরির শুরু হয়েছে লড়াই। এ দুই অভিনেত্রীর একই দিনে দুটি ছবি মুক্তি পেয়েছে। তাই বক্স অফিসে দুই নায়িকার অঘোষিত লড়াইয়ের কথা উঠে আসছে বারবার। গতকাল মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘জিগরা’। অন্যদিকে মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। মুক্তির প্রথম দিনে লড়াইয়ে কে এগিয়ে গেলেন, তা জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বসন বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমার ঘটনা আবর্তিত হয়েছে ভাইবোনের ভালোবাসা কেন্দ্র করে। এ থ্রিলার অ্যাকশন সিনেমাটিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। অন্যদিকে রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে আছে ভরপুর কমেডি। রাজকুমার রাও যে কমেডিতে সিদ্ধহস্ত, তা ‘স্ত্রী’, ‘বরেলি কী বরফি’র মতো ছবিতে প্রমাণ করেছেন। ‘জিগরা’ সমালোচকদের প্রশংসা পেলেও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’র চেয়ে কম আয় করেছে।

অন্যদিকে রাজকুমার রাও ও তৃপ্তি দিমরির ছবিটি সমালোচকরা সেভাবে পাত্তা না দিলেও ‘জিগরা’র চেয়ে বেশি আয় করেছে প্রথম দিনে। বাকি কয়েক দিনে হিসাব–নিকাশ অবশ্য বদলে যেতে পারে। তবে মুক্তির প্রথম দিনে আলিয়ার চেয়ে তৃপ্তি যে এগিয়ে, এ কথা বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় বক্স অফিসে এদিন ‘জিগরা’ ৪ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। এমনটাই জানানো হয়েছে বলে সচনিল্কের রিপোর্টে।

জানা গেছে, ভারতের ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ স্ক্রিনে এসেছে ছবিটি। প্রথমে অনুমান করা হয়েছিল যে প্রথম দিন বক্স অফিসে ছবিটি সাড়ে ৪ থেকে ৫ কোটি রুপি আয় করতে পারে। বাস্তবে অনুমানের থেকে একটু কম আয় করেছে ‘জিগরা’। অন্যদিকে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ আয় করেছে ৫ কোটি ২০ লাখ রুপি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM