বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

দেশ-সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জাপানে এক মহিলা সমাবেশে বলেছেন, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে আদর্শ পরিবার গঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে।
স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক মিশন জাপানের মহিলা বিভাগের সভানেত্রী রাজিয়া বিলকিস মিমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদ। শনিবার (১২ অক্টোবর) দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নৈতিক চরিত্র ও মূল্যবোধ সম্পন্ন, মা-বাবার চক্ষু শীতলকারী আদর্শ সন্তান গঠনের পাশাপাশি জাপানে দাওয়াতে দ্বীনের কাজে জাপান প্রবাসী নারী বোনদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। বর্তমান আধুনিক যুগে এই কাজ নারী সমাজের জন্য চ্যালেঞ্জিং। আল্লাহর রেজামন্দি হাসিল ও পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে ইহকালীন ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনা করতে হবে এবং শান্তি ও পরকালীন মুক্তির জন্য নিরবচ্ছিন্নভাবে আমাদের প্রতিটি কাজ আঞ্জাম দিয়ে যেতে হবে। উম্মুল মু’মিনিন খাদিজাতুল কুবরা ও মা আয়েশার (রা.) পদাঙ্ক অনুসরণে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ।

আরএস 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM