বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে বৌভাতের অনুষ্ঠানে রোস্ট দিতে দেরি করায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জাদুয়ারচর গ্রামে খলিল বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই এলাকার খলিল বেপারির বিয়ের বৌভাত অনুষ্ঠানে দুপুরে খাবার খেতে আসেন স্থানীয় অতিথিরা। খাবার পরিবেশনকারী ইব্রাহিম মোড়লের কাছে রোস্ট চাইলে তা আনতে দেরি হয়। এ সময় ফারুক মোড়ল নামের এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে গ্রামের অতিথিদের সঙ্গে বিয়ে বাড়ির লোকজনের সংঘর্ষ শুরু হয়।
এ সময় খোকন, ইসমাইল, বিল্লাল, নুরুন্নবী, হেমায়েত ঢালীসহ আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর থানার ওসি মোকতার হোসেন কালবেলাকে জানান, খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM