মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ভারতীয় নাগরিকের কাছে মিলল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মণ্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

এ সময় গ্রেপ্তার মিন্টুর কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভারতীয় সিম জব্দ করা হয়েছে।

বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি অধীনস্থ হাটখোলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইদুল বারীর উপস্থিতিতে টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল হাটখোলা বিওপি থেকে উত্তর দিকে আনুমানিক দুই কিলোমিটার দূরে পশ্চিম উচনা সীমান্ত থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।

লে. কর্নেল নাহিদ নেওয়াজ আরও জানান, মিন্টু মণ্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানব পারাপারে জড়িত। সে এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ চালানোর জন্য মিন্টু বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, হাটখোলা বিওপির বিজিবির পক্ষ থেকে ভারতীয় নাগরিক মিন্টু মণ্ডলের নামে থানায় মামলা করা হয়েছে। তবে তার কাছ থেকে মিন্টু রহমান, পিতা : কাশেম উদ্দিন, উচনা, ধরঞ্জী, পাঁচবিবি, জয়পুরহাট এই ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) পাওয়া গেছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM